সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরলস কাজে যাঁরা এখন ব্রতী, তাঁরা কেউ সেলিব্রিটি নন। তবুও তাঁদের আন্তরিক প্রয়াস কিছুদিন আগে পর্যন্ত যতটা বেগবান ছিল, ২০২৩-এর ৬ ডিসেম্বর বিকেলে তাঁদের কথা শুনে মনে হল সেই বেগ গতি হারাচ্ছে। 'আলাপচারি মুসলমান-হিন্দু: আড্ডা তর্ক প্রশ্ন' বই প্রকাশ উপলক্ষে মুসলমান-হিন্দু সম্পর্ক বিষয়ে শহরে কথালাপ।
by শুভাশিস চক্রবর্তী | 25 December, 2023 | 1022 | Tags : Hindu Muslim Communal Harmony Dialogue