নদী নিজের গতিতে চললেই মাটি উর্বর হয়। জীববৈচিত্র্য টিকে থাকে। মাছের দল নদীতে ফেরে। গাছেরা বেঁচে থাকে। আর যখন আমরা তার গলা চেপে ধরি—বাঁধ, স্লুইস গেট, এমব্যাংকমেন্ট নির্মাণ করে;তখন? নদী শ্বাস নিতে পারে না। নদীর বুক শুকিয়ে যায়, চর জন্ম নেয়।জলাশয় হারায় গভীরতা।
by সুপ্রতিম কর্মকার | 01 January, 1970 | 205 | Tags : River Dams