ক্রমেই মণিপুরের আঁচ মিজোরাম মেঘালয়ে ছড়িয়ে পড়ছে। মণিপুরের নারকীয় ভিডিও ভাইরাল হওয়ার পর মিজোরামের বাসিন্দা যে কুকিরা তাদের একটি সংগঠন বা অনেকগুলো সংগঠনের যৌথ মঞ্চ, মিজোরামে অবস্থিত সংখ্যালঘু মণিপুরী মেইতেইদের ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, যে তারা যেন সামলে থাকেন, তাদের সুরক্ষার দায় এখন অন্য কেউ নেবে না। আবার অন্যদিকে মেঘালয়ে যে সব কুকিরা আশ্রয়ের আশায় পালিয়েছেন, তাদের আশ্রয় দিতে অস্বীকার করেছে এমনকি কুকি গ্রামগুলোও। এবার কি তাহলে হিংসা ভারতের মূল ভূখন্ডে প্রবেশ করবে?
by বর্ণালী মুখার্জী | 25 July, 2023 | 1176 | Tags : Manipur Violence Manipur Mizoram Assam Civil War in North East