ফরাসি সাংবাদিক ভ্যানেসা ডোনাক-কে বিদ্বেষপ্রসূত সংবাদ পরিবেশনের অপরাধে বলপূর্বক ভারত থেকে বহিষ্কার করা হল। এমনিতেই সংবাদপত্রের স্বাধীনতার নিরিখে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬১তম। এই ঘটনায় তথাকথিত সেই স্বাধীনতা নিয়ে আবার প্রশ্ন উঠেছে।
by তথাগত | 19 February, 2024 | 1189 | Tags : French Journalist Venessa Donak Citizenship