আনাড়ির মতো টিকাকরণ আসলে বিপরীত ফল দেবে। এর ফলে মানুষ সত্যিকারের কার্যকর ভ্যাকসিনগুলোর ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। যে-ভ্যাক্সিনগুলো আরও প্রাণঘাতী রোগ থেকে মৃত্যু প্রতিরোধ করে, যেমন হাম, ডিপথেরিয়া, হুপিং কাফ, ইত্যাদি নানা শ্বাসতন্ত্রীয় সংক্রমণ এবং টাইফয়েড, জাপানিজ এনসেফালাইটিস, টিটেনাসও। কিন্তু এখন প্রশ্ন হলো কে প্রধানমন্ত্রীকে বাচ্চাদের টিকাকরণের প্রস্তাব দিলেন?
by ডাঃ অমিতাভ ব্যানার্জি | 16 February, 2022 | 2177 | Tags : Covid 19 Vaccination Children