যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রের মর্মান্তিক ঘটনার প্ররিপ্রেক্ষিতে, আওয়াজ উঠছে, পুরো বিশ্ববিদ্যালয় চত্বরকে নজরদারি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়ার। কিন্তু এই প্রক্রিয়া নিলেই কি র্যাগিং সমস্যার সমাধান হবে? নাকি র্যাগিং সমস্যাকে সামনে রেখে, মুক্তচিন্তা, মুক্ত পরিসরকেই বন্ধ করতে চাইছেন কেউ কেউ ? বিশ্ববিদ্যালয়কে কি 'চলো নিয়ম মতে' বললেই চালানো সম্ভব? , র্যাগিং বন্ধ করা সংক্রান্ত আলোচনা চলে যাবে, পিছনের সারিতে, আর বিশ্ববিদ্যালয়টিকেই জনমানসে হেয় করা হবে। নজরদারি ক্যামেরা তো ছুতো, আসল উদ্দেশ্য কি অন্য কিছু? এখনই কি এই বিষয়ে ভাবার সময় নয়?
by রত্নাবলী রায় | 23 August, 2023 | 1351 | Tags : Jadavpur University Ragging CCTV