রাম কে? রাম হলেন একজন তৃপ্ত রাজা - তপস্বী রাজা, যিনি খাওয়ার পরিবর্তে খাওয়ান, তথাপিও তার সবসময় যথেষ্ট সম্পদ থাকে। রামায়ণ উচ্চাকাঙ্ক্ষাহীন একজন রাজার গল্প। কোনো আত্মতৃপ্ত বা অলস রাজা নয়, একজন সহানুভূতিশীল রাজা – অন্য মানুষের ক্ষুধার প্রতি সংবেদনশীল এক রাজা। আজকে যাঁরা রামের নামে জয়ধ্বনি করছে, তাঁরা কি এই গল্পগুলো জানে?
by দেবদত্ত পট্টনায়ক | 05 February, 2024 | 1000 | Tags : Ram Budhha Ramayana