চলে গেলেন ‘মহীনের ঘোড়াগুলি’ র অন্যতম একটি ঘোড়া তাপস দাস অর্থাৎ আমাদের বাপি। বৃষ্টি স্নাত সন্ধ্যায়, যাদবপুর থেকে গড়িয়া শ্মশান অভিমুখে, শেষ মিছিলে হেঁটে যেতে যেতে যে কথাগুলো মনে হয়েছিল, সেই কথাগুলোকেই লিখে ফেললেন, কবি বিমল দেব।
by বিমল দেব | 01 July, 2023 | 879 | Tags : Mohiner Ghoraguli Bapi Das Band Music