ক্ষমতার ষড়যন্ত্র ‘লাভ জিহাদ’। ইতিহাসে এক নতুন শব্দবন্ধের আমদানি। বাস্তব ও ব্যাখ্যায় খুব দূর্বল। ঘৃণা আর বিদ্বেষে ভরপুর। পীড়নের সন্তুষ্টি ও দমনের ইচ্ছাতে ষোলো আনা খুশি একপক্ষ। একের বিনাশেই আরেকের বিস্তার। ধর্ম আর রাজনীতি মিলেমিশে এক অন্ধগলিপথের দিশা দেয়। সেখানে স্বাধীনতা নেই, মনন নেই। নেই উত্তরণ।
by জিনাত রেহেনা ইসলাম | 18 December, 2020 | 1603 | Tags : love jihad August Landmeiser interfaith marriage