সেনাবাহিনীর ‘অগ্নিপথ’-এর চাকরি, সাধারণ সাফাইকর্মী, আশাকর্মী, অঙ্গওয়ারি বা ব্যাঙ্কের ঠিকা চাকরির সমস্যার মধ্যে কোনও ফারাক নেই। তাঁদের আসল লড়াইটা ভাতের। সেদিনও লড়াইটা ছিল ভাতের, জাতের নয় ধর্মেরও নয়— আজও তাই।
by সুমন সেনগুপ্ত | 08 August, 2022 | 1271 | Tags : Agnipath Asha Workers NREGA India Bharat