সব ব্যর্থতা পেরিয়ে রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রকে টিকিয়ে রেখে মোদী কি এই সব দোষ শুধরে নতুন করে ফ্যাসিস্ট হতে চাইছেন এবং রাষ্ট্রায়ত্ব ক্ষেত্রকেই যুদ্ধ অর্থনীতির মেরুদন্ড করে তুলতে চাইছেন? অনেকে বলতে পারেন কংগ্রেস ও তো বেসরকারিকরণ করেছিল, তাঁদের নীতির সঙ্গে তো বিজেপির নীতির ফারাক নেই, তাহলে দু'টো দল আলাদা কোথায়? ফারাক অবশ্যই আছে। বিজেপির মূল লক্ষ্য, কেন্দ্রীভবন, দলের নেতৃত্ব প্রতিষ্ঠা।