অল্ট নিউজ পশ্চিমবঙ্গে তাঁদের কাজ শুরু করছে। কি কাজ? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য আর মিথ্যা খবর চিহ্নিতকরণ এবং তার পদ্ধতি প্রকরণ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে যাওয়া। এই কাজটা বিদ্যালয়ের পাঠক্রমের অন্তর্ভুক্ত করার চেষ্টাও তাঁরা করছেন। আমিত দাশগুপ্ত ও সুমন সেনগুপ্তকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত জানালেন অল্ট নিউজের কর্ণধার প্রতীক সিনহা।
by অমিত দাশগুপ্ত ও সুমন সেনগুপ্ত | 25 March, 2022 | 2001 | Tags : Fake News Alt News Bengal