২০১৯ সালে দিলীপ ঘোষকে ম্যানেজ করে বিজেপির ঘরের যে ভোটটা গতবার অধীর চৌধুরি পেয়েছিলেন এবার সেই ভোটটা বিজেপির ঘরে ফিরে যাওয়াতেই বিপত্তি ঘটলো। কার্তিক মহারাজের সাম্প্রদায়িক ভূমিকা ও অধীরকে 'গুড হিউমার'এ রেখে হিন্দু ভোটকে এককাট্টা করার ক্ষেত্রে তার সক্রিয়তাও এর একটা বড় কারণ। এবার দেখা, কংগ্রেস নেতৃত্ব কী করে?
by কল্যাণ সেনগুপ্ত | 30 July, 2024 | 879 | Tags : Adhir Chowdhury TMC BJP Congress