৬ই ডিসেম্বরের আগে অব্ধি, আব্বা বিশ্বাস করত, ওরা বাবরি মসজিদ নিয়ে বিতর্ক তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। সবই ভোটের খেলা। মসজিদ ভাঙা চাট্টিখানি কথা নাকি। পুলিশ-প্রশাসন-বিচারব্যবস্থা বলেও তো কিছু আছে? কিন্তু সেই বিশ্বাসটাও একদিন ভেঙে গেল, আজকে যখন সেই বাবরি মসজিদের স্থানে যে রাম মন্দির হচ্ছে তাকেই তীর্থক্ষেত্র বলে চালানোর চেষ্টা হচ্ছে, তখন কি আর বিশ্বাস বলে কিছু অবশিষ্ট থাকে?
by সাদিক হোসেন | 05 December, 2021 | 2350 | Tags : Babri Masjid Ram Mandir 1992