বাঙালীর বুদ্ধি নিয়ে রসিকতা করা উচিৎ কাজ হয় না। বিশেষ কলকেতার বাবু বিবি হলেন বুদ্ধির বেস্পতি। বিলাতে ডারউইন সায়েব গবেষণা করে বলেচেন বানর হতে ইভলিউশন হয়ে মানুষ হয়েচে, বানরের যে জাতি মানুষ হয়েচে সে জাতি গত হয়েচে। কলকেতার বাবু বিবিদের দেখে মালুম হয় ইভলিউশন একুনো চলেচে। এনারা আরো উন্নত নমুনা হবার জন্যি বিলক্ষণ পরিশ্রম কচ্চেন।
by হুতোম প্যাঁচা | 14 March, 2020 | 4974 | Tags : বাঙালী বিজেপি রোদ্দুর রায় রবীন্দ্রনাথ ঠাকুর