মসজিদ আল নূর বা আলোর মসজিদ। ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। জুম্মার নামাজে এলোপাথাড়ি গুলি চালিয়ে পঞ্চাশ জনকে হত্যা করে সন্ত্রাস ছড়িয়ে দিতে চেয়েছিল স্বেত প্রভুত্ববাদী যুবক। নিউজিল্যান্ডের মানুষ ভালোবাসার আদরে মুছে দিতে চেয়েছে সেই বিদ্বেষ-সন্ত্রাস। লিখেছেন মলয় তেওয়ারি।
by মলয় তেওয়ারি | 01 May, 2019 | 5739 | Tags : KKK আল নুর মসজিদ ইস্লামফোবিয়া স্বেত সন্ত্রাসবাদ জেসিন্দা আরদার্ন ভালোবাসা