বাংলায় মুসলমান উৎসবগুলি বড়ই মলিন। তারই মধ্যে ‘শবেবরাত’ আলো আর সুগন্ধির এক মায়াবী রাত; পূর্বপুরুষদের স্মৃতিচারণার রাত। গোঁড়াধর্মের হোতাদের চাপে বন্ধ হয়েছে কবর জিয়ারত, নিভে গেছে মোমবাতির নরম আলো। শবেবরাতের রাতে এখন আতশবাজির চোখ ধাঁধানো আলো, শব্দবাজির আওয়াজ আর বারুদের কটু গন্ধ। লিখেছেন লাবনী জঙ্গি।
by লাবনী জঙ্গি | 01 May, 2019 | 3189 | Tags : শবেবরাত মুসলমান উৎসব Know Your Neighbour