সম্প্রতি কপালের টিপ নিয়ে তৈরি হওয়া বিতর্ক। ফ্যাব ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। কিন্তু কেন? এর মধ্যে একদিকে যেমন রয়েছে সংখ্যালঘু মানুষের অস্তিত্বকে অবৈধ ঘোষণা করার ইঙ্গিত। রয়েছে মহিলা শরীরকে ধর্মের নামে ঢেলে সাজানোর ছক। একই সঙ্গে প্রশ্ন, বিতর্কিত অ্যাড কন্টেন্টের জন্ম কোথাও এই বিতর্কগুলিকে উস্কে দেওয়ার জন্যই তৈরি হচ্ছে না তো! ফ্যাব ইন্ডিয়া বিতর্কে সমস্যার খোঁজ করলেন সংবিদা লাহিড়ী
by সংবিদা লাহিড়ী | 30 October, 2021 | 3494 | Tags : Fab India No Bindi No Business Tanishq Women Communal Bigotry