শিক্ষার লক্ষ্য মানুষকে সমমর্যাদার জীবন গড়ে দেওয়া। শিক্ষিত সেই মানুষটি সমাজ, পরিবার ও দেশের জন্য নিজেকে উৎসর্গ করবে। সেই জন্য চাই তার আর্থিক সংস্থান। ৩৪ বছর পরে নেওয়া শিক্ষানীতি মেয়েদের সেই লক্ষ্যপূরণে কতটা প্রতিশ্রুতিবদ্ধ সে প্রশ্ন থেকেই গেল।
by জিনাত রেহেনা ইসলাম | 12 August, 2020 | 1904 | Tags : New Education Policy 2020 Girl Child