ম্যাচের ৬৪ মিনিটে মেসির প্রথম গোল এবং আর্জেন্টিনার অগ্রগমন। দুর্দান্ত গ্রাউন্ড শটে গোলের একদম কোণায় এমনভাবে বলটাকে জায়গায় রাখলেন মেসি যে উড়ন্ত বাজের মত বাজের মত ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেন না ওচোয়া। দ্বিতীয় গোলটি ম্যাচের ৮৭ মিনিটে এবং সেটিকে নয়নাভিরাম বলে যায়। এনজো ফার্নান্ডেজের শট মেক্সিকোর রক্ষণভাগকে দাঁড় করিয়ে আবারও উড়ন্ত ওচোয়ার নাগাল এড়িয়ে গিয়ে আছড়ে পড়ল মেক্সিকোর গোলের জালে।
by দেবাশিস মজুমদার | 27 November, 2022 | 1004 | Tags : Messi Arjentina Mexico Qatar World cup 2022