পশ্চিমবঙ্গে ও কর্ণাটকে বিধানসভা নির্বাচনে বিজেপি-বিরোধী বৃহত্তর ঐক্য হ’তে পারেনি মূলস্রোতের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক রাজনীতি ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে। এরকম অনৈক্যের পরিস্থিতিতে “বিজেপিকে ভোট নয়” জাতীয় প্রচার-অভিযান মুশকিল আসান করেছে। কিন্তু তার কিছু সীমাবদ্ধতা আছে, সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা।
by মনসুর মণ্ডল | 24 May, 2023 | 1415 | Tags : Eddelu Karnataka No Vote To BJP